অভিবাসনরুয়ান্ডা পরিকল্পনা: আটক এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন আশ্রয়প্রার্থীরা

রুয়ান্ডা পরিকল্পনা: আটক এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন আশ্রয়প্রার্থীরা

- Advertisment -spot_img

ডেস্ক রিপোর্ট

ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠাতে তৎপর যুক্তরাজ্য৷ এ লক্ষ্যে দেশজুড়ে থাকা আশ্রয়প্রার্থীদের আটক করতে শুরু করেছে পুলিশ৷ এমন বাস্তবতায় আশ্রয়প্রার্থীদের অনেকে আত্মগোপনে চলে গেছেন, আবার অনেকে সীমান্ত পাড়ি দিয়ে পৌঁছেছেন আয়ারল্যান্ডে৷

রুয়ান্ডা পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এই ধরপাকড়৷ পুলিশের হাত থেকে বাঁচতে অন্তত একজন আশ্রয়প্রার্থী বেছে নিয়েছেন অনশন কর্মসূচি, অপর একজন দিয়েছেন আত্মহত্যার হুমকি৷

বেসরকারি সংস্থা অ্যাসাইলাম ম্যাটারস-এর পরিচালক লু ক্যালভে বলেছেন, “সম্মুখ সারির অধিকার সংস্থাগুলো জানিয়েছে, আটক এড়াতে নিজ নিজ আশ্রয়স্থল ছেড়ে চলে যাচ্ছেন আশ্রয়প্রার্থীরা৷ এতে তারা আরো বেশি দুর্দশার মুখে পড়বেন এবং শোষণের ঝুঁকিও বাড়বে৷’’

২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালে যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন তাদেরকেই শুরুতে রুয়ান্ডা পাঠানো হবে৷ কিন্তু তারপরও আটক হওয়ার আতংকে আছেন এক দশক আগে বেলারুশ থেকে যুক্তরাজ্যে আসা এক আশ্রয়প্রার্থী৷

লন্ডনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কেন্দ্রটিতে তাকে রিপোর্ট করতে হয়, সেখানকার সাম্প্রতিক অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি৷ বলেন, “আমি ভিতরে চলে গিয়েছিলাম এবং মোটেও লাইন ধরতে হয়নি৷ এত বছর ধরে আমি রিপোর্ট করছি, এমন অবস্থা আমি এর আগে কখনও দেখিনি৷’’

অপর এক আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডা যাওয়ার নোটিশ দেয়া হয়েছে৷ তবে এখনও (৭ মে সকাল পর্যন্ত) আটক হননি তিনি৷ তার পরিচিতজনেরা তাকে আত্মগোপনে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন৷ এ বিষয়ে পরিচিতদের বেশ কয়েকজন তাকে ফোন দিয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

একজন সিরীয় শরণার্থী বলেছেন, তিনি তার আশ্রয়প্রার্থী বন্ধুদেরকে রুয়ান্ডায় যেতে না চাইলে লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছেন৷

তিনি বলেন, আমি ২০২০ সালে একজন আশ্রয়প্রার্থী ছিলাম৷ তখন হোম অফিস (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) ব্রেক্সিট শুরু হওয়ার আগে ইউরোপীয় দেশগুলোতে যতটা সম্ভব আশ্রয়প্রার্থীদের ডিপোর্ট করার চেষ্টা করছিল৷ ওইসময় অনেক আশ্রয়প্রার্থী আত্মগোপনে ছিলেন৷ আমি দেখতে পাচ্ছি, রুয়ান্ডার কারণে সেটি আবার ঘটছে৷’

নতুন আইন এবং রুয়ান্ডায় পাঠানোর হুমকির পরও আশ্রয়প্রার্থীরা ফরাসি উপকূল থেকে বিপজ্জনক চ্যানেল ক্রসিং অব্যাহত রেখেছেন৷ এই বছর এখন পর্যন্ত আট হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী এসেছেন ব্রিটিশ উপকূলে৷ চলতি বছরে ১ মে একদিনে রেকর্ড সংখ্যক ৭১১ জন আশ্রয়প্রার্থী পৌঁছেছেন ব্রিটিশ উপকূলে৷

অন্যদিকে, আয়ারল্যান্ডের ডাবলিনে ইন্টারন্যাশনাল প্রোটেকশন অ্যাকোমেডেশন সার্ভিসেস কেন্দ্রের বাইরে আশ্রয়প্রার্থীদের তাঁবুগুলো উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ৷ কিন্তু দিন না পেরোতেই আবারো সেখানে তাঁবু টানিয়ে আশ্রয়প্রার্থীদের থাকতে দেখা গেছে৷

যুক্তরাজ্যে আটক অভিযান শুরুর পর আশ্রয়প্রার্থীদের ভিড় বেড়েছে আয়ারল্যান্ডেও৷ দেশটির বিচারমন্ত্রী হেলেন ম্যাকেন্টি সম্প্রতি বলেছেন, নতুন করে আসা আশ্রয়প্রার্থীদের ৮০ শতাংশ নর্দার্ন আয়ারল্যান্ড থেকে সীমান্ত পাড়ি দিয়ে আয়ারল্যান্ডে ঢুকেছেন৷ বর্তমানে সংখ্যাটি ৯০ শতাংশে উন্নীত হয়েছে বলে অনুমান করছে ডাবলিন৷

নর্দার্ন আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী নাওমি লং বলেছেন, আয়ারল্যান্ডের দেয়া এসব পরিসংখ্যানকে স্বীকৃতি দিতে চান না তারা৷

লন্ডনের একটি হোম অফিস রিপোর্টিং সেন্টারে আতংক নিয়ে হাজিরা দিতে এসেছেন এক ইথিওপিয়ান আশ্রয়প্রার্থী৷ রুয়ান্ডায় পাঠানোর তালিকায় তার নাম রয়েছে৷ রিপোর্টিং কেন্দ্রে যখন এসেছিলেন, আটক হওয়ার ভয় ছিল তার মধ্যে৷ তিনি বলেন, ‘‘খুব চিন্তিত’’ ছিলাম৷ওই আশ্রয়প্রার্থী আরো বলেন, ‘‘আমার আসলে কোনো কিছু ভালো লাগছে না৷ কোনোকিছুই ঠিক মনে হচ্ছে না৷’’

১৪ বছর আগে যুক্তরাজ্যে এসেছিলেন একজন ইরানি কুর্দি৷ তিনি বুঝতেই পারছেন না, কীভাবে আশ্রয়প্রার্থীদের এমন একটি দেশে পাঠানো যেতে পারে যে দেশ থেকে তারা আসেননি৷

তিনি বলেন, ‘‘আমি তো রুয়ান্ডা থেকে আসিনি৷ আপনি কীভাবে আমাকে রুয়ান্ডায় পাঠাতে পারেন? আমি তো রুয়ান্ডায় যেতে চাই না৷’’

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি৷

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news

আন্তর্জাতিক শিক্ষার্থীর অভাবে ঝুঁকির মুখে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

ডেস্ক রিপোর্ট যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আসতে চাওয়া শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো ঝুঁকির মুখে রয়েছে৷ কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ...

‘নির্ধারিত সময়ের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার’

ঢাকা অফিস আগামী ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় কোটা অনুযায়ী সকল কর্মী পাঠাতে হবে। এই নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর...

আরও ৫২ নেতাকে বহিষ্কার করল বিএনপি

ঢাকা অফিস দলীয় নির্দেশনা না মেনে নির্বাচনে অংশ নেয়ায় সারা দেশে দফায় দফায় নেতাদের বহিষ্কার করছে বিএনপি। এবার তৃতীয় ধাপের...

নির্বাচন ইস্যু পেছনে ফেলে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র : লু

ঢাকা অফিস বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন...
- Advertisement -spot_imgspot_img

অস্ত্র-গ্রেনেড ও রকেট সেলসহ আরসার দুই সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ‘লাল পাহাড়’ নামে পরিচিত দুর্গম পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠি আরাকান রোহিঙ্গা...

মানবপাচার ঠেকাতে বাংলাসহ কয়েকটি ভাষায় প্রচারণা রোমানিয়া কর্তৃপক্ষের

ডেস্ক রিপোর্ট মানবপাচার ঠেকাতে বাংলা ও নেপালিসহ মোট পাঁচটি ভাষায় প্রচারণা শুরু করেছে রোমানিয়ান ন্যাশনাল এজেন্সি এগেইনস্ট ট্রাফিকিং ইন...

Must read

আন্তর্জাতিক শিক্ষার্থীর অভাবে ঝুঁকির মুখে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

ডেস্ক রিপোর্ট যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আসতে চাওয়া শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার...

‘নির্ধারিত সময়ের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার’

ঢাকা অফিস আগামী ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় কোটা অনুযায়ী সকল...
- Advertisement -spot_imgspot_img

You might also likeRELATED
Recommended to you